ঈদো মাত্র বাঁকী ৩দিন। পরিবারের প্রিয়জনের সাথে ঈদের খুশি ভাগাভাগি করতে নাড়ির টানে স্বস্তিতে গ্রামে ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। ঘরমুখো এ সকল মানুষের পদচারনায় মুখোরিত দৌলতদিয়া ঘাট। এরমধ্যেই বেশীর ভাগ কোরবানির পশুবাহি ট্রাক ভোগান্তি ছাড়া দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ব্যবহার করে চলে গেছে গন্তব্যে। এতেকরে কোন রকম দূর্ভোগ ছাড়াই ফিরছেন ঘরমুখো মানুষ। বুধবার সরেজমিন দৌলতদিয়া ঘাট ঘুরে এমন চিত্র দেখা যায়।
যাত্রীরা আনন্দেও সাথে জানান, স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ায় ঈদে ভোগান্তি ছাড়া এবারই প্রথম তারা বাড়ী ফিরছেন। তাছাড়া বাড়তি কোন ভাড়াও দিতে হয় নাই। ফলে এবারের ঈদে আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। এ রকম ভোগান্তিহীন পথ থাকলে আমরা যে কোন সময় থেকে ইচ্ছে মতো যে কোন আনন্দ উপভোগ করতে পারবো।
যাযাদি/এস