বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জ্বালানি তেল ও সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেরানীগঞ্জে বিক্ষোভ মিছিল

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
  ০৯ আগস্ট ২০২২, ২২:১৪

ঢাকার কেরানীগঞ্জে জ্বালানি তেল ও সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সংগঠনটির জেলা শাখার আয়োজনে মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার কালীগঞ্জ জোড়াব্রিজ থেকে মিছিলটি বের হয়ে কদমতলীর গোলচত্বরে গিয়ে বিক্ষোভ পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন—রাতের আঁধারে তেলের দাম বৃদ্ধি করেছে সরকার। আর এই দাম বৃদ্ধির কারণে জনগণকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এরপর বিদ্যুতের দাম নিয়েও কথা শুনছি। এমন ঘটনা ঘটলে জনগণ ঘরে বসে থাকবে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখার সভাপতি মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. জহিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ কেরানীগঞ্জ থানা শাখার সভাপতি আলহাজ্ব সুলতান আহমেদ খান, সাধারণ সম্পাদক মুফতি আলমগীর হোসেন, কেরানীগঞ্জ মডেল থানা শাখার আলহাজ্ব মোহাম্মদ হানিফ মেম্বার, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জহিরুল ইসলামসহ জেলা ও থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে