শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

ডুমুরিয়ায় কুলটী মনসা মন্দির পরিদর্শন করেন এমপি নারায়ন চন্দ্র চন্দ

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
  ১৭ আগস্ট ২০২২, ১৬:২১
ডুমুরিয়ায় কুলটী মনসা মন্দির পরিদর্শন করেন এমপি নারায়ন চন্দ্র চন্দ
ডুমুরিয়ায় কুলটী মনসা মন্দির পরিদর্শন করেন এমপি নারায়ন চন্দ্র চন্দ

খুলনার ডুমুরিয়ায় গতকাল বুধবার সকালে কুলটী সার্বজনীন মনসা পুজা মন্দির পরিদর্শন করেছেন সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ। তিনি মন্দিরে পুজা অর্চনা দিতে আসা ভক্তদের সাথে কুশল বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন, কলেজ অধ্যক্ষ রঞ্জন তরফদার, নিহার কান্তি ফৌজদার, গুটুদিয়া ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি শিশির কুমার ফৌজদার, সম্পাদক সঞ্জয় দেবনাথ, মন্দিরের সভাপতি হারান মন্ডল, সম্পাদক আনন্দ তরফদার, আ’লীগ নেতা কাজী আব্দুল মজিদ, সমীর দে গোরা, ইউপি সদস্য তাপস ফৌজদার, গাজী মেহেদী হাসান মিন্টু, মো. ইজ্জত আলী মোড়ল, দিব্যেন্দু গাইন, লিটন মন্ডল, শিলা রানী মন্ডল প্রমুখ।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে