চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল পাহাড়ি এলাকায় সবজি ক্ষেতে কাজের সময় বন্য হাতির আক্রমণে নুরুল ইসলাম (৪৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার পূর্ব চাম্বল সংরক্ষিত বনাঞ্চল মহেশখালী ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনায় নিহত নুরুল ইসলাম বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ৬ নং ওয়ার্ডের মৃত দুদু মিয়ার ছেলে।
এ বিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, বন্যহাতির আক্রমণে নিহত কৃষক নুরুল ইসলামের দাফন-কাফনের ব্যবস্থার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে। দ্রুত যেন তার পরিবার ক্ষতিপূরণ পায় সেই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এসএম