শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

মহেশখালীতে কৃষকের পরিবারের সন্তান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশ প্রাপ্ত

মহেশখালী প্রতিনিধি
  ২৫ জানুয়ারি ২০২৩, ১৩:১৪
মহেশখালীতে কৃষকের পরিবারের সন্তান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশ প্রাপ্ত
মহেশখালীতে কৃষকের পরিবারের সন্তান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশ প্রাপ্ত

কক্সবাজার জেলার মহেশখালীর উপজেলার মাতারবাড়ীর আরফাতুল ইসলাম মুন্না জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। তিনি মাতারবাড়ী ইউনিয়নের একটি মাদরাসা থেকে ২০১১ সালে দাখিল পরীক্ষায় এ+, চট্টগ্রাম কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি'তে এ+ ৷ ২০১৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কৃতিত্বের সাথে এলএলবি অনার্স ও এলএলএম পরীক্ষায় ১ম শ্রেণিতে উত্তীর্ণ হয়ে ২০১৯ সালে বিশ্ববিদ্যালয় গন্ডি শেষ করেন। সদ্য অনুষ্ঠিত ১৫তম সহকারী জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুপারিশ প্রাপ্ত হয়েছেন।

জানা যায়, আরফাতুল ইসলাম মুন্না উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উত্তর রাজঘাট এলাকার কৃষক জালাল আহমদ ও গৃহিনী হাজেরা ইয়াছমিনের প্রথম পুত্র ৷ তার কৃতিত্বে সোস্যাল মিডিয়াসহ সর্বমহল অভিনন্দন ও দোয়া জানান তার বন্ধুবান্ধ ও এলাকাবাসি।

এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে