বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মহেশখালীতে কৃষকের পরিবারের সন্তান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশ প্রাপ্ত

মহেশখালী প্রতিনিধি
  ২৫ জানুয়ারি ২০২৩, ১৩:১৪

কক্সবাজার জেলার মহেশখালীর উপজেলার মাতারবাড়ীর আরফাতুল ইসলাম মুন্না জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। তিনি মাতারবাড়ী ইউনিয়নের একটি মাদরাসা থেকে ২০১১ সালে দাখিল পরীক্ষায় এ+, চট্টগ্রাম কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি'তে এ+ ৷ ২০১৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কৃতিত্বের সাথে এলএলবি অনার্স ও এলএলএম পরীক্ষায় ১ম শ্রেণিতে উত্তীর্ণ হয়ে ২০১৯ সালে বিশ্ববিদ্যালয় গন্ডি শেষ করেন। সদ্য অনুষ্ঠিত ১৫তম সহকারী জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুপারিশ প্রাপ্ত হয়েছেন।

জানা যায়, আরফাতুল ইসলাম মুন্না উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উত্তর রাজঘাট এলাকার কৃষক জালাল আহমদ ও গৃহিনী হাজেরা ইয়াছমিনের প্রথম পুত্র ৷ তার কৃতিত্বে সোস্যাল মিডিয়াসহ সর্বমহল অভিনন্দন ও দোয়া জানান তার বন্ধুবান্ধ ও এলাকাবাসি। এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে