বগুড়া শাজাহানপুরে ইউপি সদস্যকে মারপিট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বুধবার ২৫ জানুয়ারী শাজাহানপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয়রা জানান, শফিকুল বেপরোয়া জীবন যাপন করে। কথায় কথায় নিজোর মা-বোনকেও মারপিট করে। আর বেপরোয়া হওয়ায় করনে ভয়ে তার শালিস কেউ করতে চায়না।
সংশ্লিষ্ট আমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বিমান জানান, একজন ইউপি সদস্য বা জনপ্রতিনিধিকে মারপিট করা একটা ঘৃণ্যতম কাজ। তাই তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
এদিকে শাজাহানপুর থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যাযাদি/ এস