চট্টগ্রামের চন্দনাইশ উপজেলাধীন বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৭ ফেব্রুয়ারি ) ২ দিনব্যাপী এ প্রতিযোগিতা সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বরমা এলাকার ঐতিহ্যবাহী ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয় মাঠে জাঁকজমকপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
পরে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এইচ এম সৈয়দ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এড. কবি শেখর নাথ এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বরমা ডিগ্রি কলেজে অধ্যক্ষ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি ছিলেন শাখাওয়াত হোসেন, বলরাম চক্রবর্তী, মাষ্টার আহসান ফারুক, মো. আবুল হোসেন, মোজাম্মেল তালুকদার, শিবলী সাদেক কফিল, সাজেদা সুলতানা, আনিস মেম্বার, মধুসূদন দত্ত মেম্বার, আনোয়ার হোসেন, আবু জাফর, মাহমুদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি দেশের ৪ বিশিষ্ট জনের নামে দল গঠন করে প্রতিযোগিতার মাধ্যমে শেষ হয়। এসএম