কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়ন ও আদ্রা ইউনিয়নের বিভিন্ন স্থানে এসকিউ ফাউন্ডেশন এর চেয়ারম্যান এ জেড এম শফিউদ্দিন শামীম বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা পরিদর্শন ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করেছেন।
শুক্রবার (১০ মার্চ) সকাল ৮টায় উপজেলার ১২ নং আড্ডা ইউনিয়নের স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন।
সকাল ১০টায় এর পেরপেটি আল জামিয়াতুল ইসলামিয়া মোহাম্মাদিয়া আজিজুল উলুম মাদ্রাসায় উপস্থিত অভিভাবক শিক্ষক ছাত্র ও স্থানীয় এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন।
সকাল ১১ টায় আনাইদকোডা গ্রামে ছালেহীয়া আশরাফিয়া দীনিয়া মাদ্রাসা পরিদর্শন মাদ্রাসার শিক্ষার্থী, এলাকাবাসী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন খানকায়ে দ্বীনিয়া আশরাফিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইমরান হোসেন, মাস্টার হারেছ পাটোয়ারী, মোঃ তুহিন পাটোয়ারী ,পরিচালক হাজী শামসুল হক, কামাল পাটোয়ারী ,আবুল বাশার, মাওলানা মামুন, মাওলানা আলাউদ্দিন, হাজী আব্দুল লতিফ, হাজী মাস্টার মমিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দুপুরে ঘণকখুলি পাটোয়ারী বাড়ী মসজিদে জুমার নামাজ আদায় করে মসজিদ কমিটি ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। এ সময় মসজিদ কমিটির সভাপতি হাজী শামসুল ইসলাম পাটোয়ারী, ওয়ার্ড মেম্বার মিজান পাটোয়ারী, সাইফুল ইসলাম পাটোয়ারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন।
বিকাল ৪ টায় অশ্বদিয়া বাজারে প্রধান অতিথি হিসেবে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেডের ২১তম এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এসবিএসি ব্যাংক পি এল সি র উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মতিন এর সভাপতিত্বে প্রতিটি হিসেবে উপস্থিত ছিলেন এলজিডির সাবে ক প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার এম এ কাদের, বরুড়া উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার শিখা, পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ বাহাদুরুজ্জামান বাহাদুর।
তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের আর্থিক সহায়তার ঘোষণা প্রদান করেন। দিনব্যাপী মসজিদ মাদ্রাসা পরিদর্শন ও সামাজিক কার্যক্রমে স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভার সাবেক মেয়র মো: বাহাদুরুজ্জামান বাহাদুর, এস কিউ ফাউন্ডেশন এর সদস্য সচিব তোফায়েল হোসেন, আড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বাদল, শাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মুন্সী, মেম্বার অ্যাসোসিয়েশন কুমিল্লা জেলা শাখা সভাপতি জহিরুল ইসলাম প্রমুখ।
এসএম