বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

হরিরামপুরে ক্রেতা সেজে টাকা চুরি, আটক ১

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  ১৯ মার্চ ২০২৩, ১৬:৩১
হরিরামপুরে ক্রেতা সেজে টাকা চুরি, আটক ১
হরিরামপুরে ক্রেতা সেজে টাকা চুরি, আটক ১

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার নয়ারহাটের একটি ইলেকট্রিক দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করে পালিয়ে যাওয়ার সময় মো. মহসিন (৩০) নামের এক যুবককে আটক করেছে স্থানীয়রা।

রবিবার (১৯ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার বলড়া ইউনিয়নের নয়ারহাট বাজারের সাবিহা আফরিন ইলেকট্রিক নামের দোকানে এ ঘটনা ঘটে।

1

মো. মহসিন ভোলার মোল্লাহাট উপজেলার নোরাবাদ গ্রামের মৃত দেলোয়ার হোসেন দুলুর ছেলে।

স্থানীয় ও দোকান মালিক সূত্রে জানা যায়, রবিবার সকাল ৯ টার দিকে ক্রেতা হিসেবে দোকানে এসে মালামাল ক্রয় করার ছলে দোকানের ক্যাশ বাক্স থেকে ৫৩ হাজার টাকা চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। দোকানদার বিষয়টি টের পেয়ে চোর চোর বলে চিৎকার করে। তার চিৎকারে আশেপাশের লোকজন মহসিনকে হাতেনাতে ধরে ফেলে। পরবর্তীতে বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে এবং টাকা জব্দ করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার কাজ সম্পন্ন হলে তাকে আদালতে পাঠানো হবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে