রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

কেরানীগঞ্জে 'ওয়ালটন ডে' পালন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
  ২০ মার্চ ২০২৩, ১৩:০৯
কেরানীগঞ্জে 'ওয়ালটন ডে' পালন
কেরানীগঞ্জে 'ওয়ালটন ডে' পালন

রাজধানীর কেরানীগঞ্জে র‌্যালি ও কেক কেটে ওয়ালটন ডে পালন করা হয়েছে।

সোমবার (২০ মার্চ) সকাল ১০টায় উপজেলার জিনজিরা বাসস্ট্যান্ড থেকে বিশাল একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ওয়ালটন ন্যাশনাল ইলেক্ট্রনিকস শোরুম এসে শেষ হয়। পরে কেক কাটা হয়।

এ সময় ন্যাশনাল ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী মো. বেলাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ওয়ালটনের রিজিওনাল সেলস ম্যানেজার সুব্রত দেব শর্মা, জিনজিরা ইউপি চেয়ারম্যান সাকুর হোসেন, ওয়ালটন টেরিটরি সেলস ম্যানেজার সেলিম হোসেন, কেরানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সহসভাপতি রানা আহমেদ ও যুগ্ম সম্পাদক মাসুম পারভেজ।

ন্যাশনাল ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী মো. বেলাল হোসেন বলেন, গৌরব ও সাফল্যের পথ ধরে ওয়ালটন আজ দেশের সর্ববৃহৎ ও জনপ্রিয় ব্যান্ড। আস্থা ও ভালোবাসায় স্থান করে নিয়েছে বাংলাদেশ সহ বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে। আমাদের এই গৌরবান্বিত অগ্রযাত্রায় দেশি বিদেশি সকল সম্মানিত ক্রেতা ও শুভানুধ্যায়ীকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ধন্যবাদ। আপনাদের সহযোগিতাই আমাদের এগিয়ে চলার শক্তি।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে