"শিশু নেতৃত্ব বাড়াতে চাই, ১৮ আগে বিয়ে নয়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের মুক্তাগাছায় শিশুদের সাথে জন্ম দিন উদযাপন করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে।
মুক্তাগাছা সাউথ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজন বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলার ঘোগা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শিশুদের সাথে এ জন্ম দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন ঘোগা ইউনিয়নের প্রোগ্রাম অফিসার বেলী ম্রং এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জন্মদিনের কেক কাটেন ঘোগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরিফ আহমেদ। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্পন্সরশীপ ও শিশু নিরাপত্তা অফিসার টিটুস হাচ্ছা, যায়যায়দিনের মুক্তাগাছা প্রতিনিধি মামুন আল গাইয়ুম, হরিনাতলা গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন পাহারী, সুজনের ঘোগা ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম তালুকদার প্রমূখ।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন ওয়ার্ল্ড ভিশনের রেজিস্ট্রার শিশু বর্ষা, গান পরিবেশন করেন রাখী আক্তার প্রেমাসহ আরও অনেকে, অনুষ্ঠান শেষে শিশুদের মাঝে ছাতা বিতরণ করা হয়। যাযাদি/ এম