শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বারহাট্টায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
  ২৩ মার্চ ২০২৩, ১৮:১৮

নেত্রকোনার বারহাটায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম মাজহারুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালন করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯/৫১ ধারায় এ অভিযান পরিচালনা করা হয়। বারহাট্টা আসমা বাজারে মুদি ব্যবসায়ী ইয়াকুব আলীকে উচ্চ মূল্যে পণ্য বিক্রি করার দায়ে ২০০০ টাকা ও একই বাজারের মাংস ব্যবসায়ী আব্দুল রেজ্জাককে উচ্চ মূল্যে মাংস বিক্রি করার দায়ে ১০০০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ আব্দুস সালাম, বারহাট্টা থানার এস.আই সায়েম প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম মাজহারুল ইসলাম জানান, রমজান উপলক্ষ্যে কোন ব্যবসায়ী যদি উচ্চ মূল্যে পণ্য বিক্রি করে তাহলে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তাদেরকে জরিমানাসহ আইনের আওতায় আনা হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে