মাহে রমজানের তাৎপর্য, তাকওয়া অর্জন শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল করেছে নোয়াখালীর সেনবাগ পৌর শহরের অর্জুনতলা জামেয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া মাদ্রাসা ও এতিমখানা।
বুধবার বিকেলে মাদ্রাসার মুহতামিম মাওলানা রহিম উল্যাহ বশিরীর সঞ্চালনায় এতে আলোচনা ও দোয়ায় অংশ নেন বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব, মাওলানা মুফতি আহমাদ উল্লাহ কাশেমী ও সেনবাগ বাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মুফতি মোহাম্মদ উল্যা যোবায়ের।
এ সময় সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, মাদ্রাসার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবদুল অদুদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষার্থী সহ বিপুল সংখ্যক রোজাদার উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে দেশ ও মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে অতিথি বৃন্দ সহ সকলে ইফতারে অংশ নেন। যাযাদি/ এম