প্রেসক্লাব মোল্লাহাটের মাসিক সমন্বয় সভা ও ঘূর্ণিঝড় "মোখা" মোকাবেলায় সাংবাদিকদের করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় প্রেসক্লাব মোল্লাহাটের আয়োজনে প্রেসক্লাব সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব মোল্লাহাটের সভাপতি অধ্যক্ষ শিকদার মোঃ জিননুরাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন প্রেসক্লাব মোল্লাহাটের জৈষ্ঠ্য সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, সহ-সভাপতি শেখ সোহেল রানা ও মোঃ মনিরুজ্জামান মোল্লা, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ জিন্নাত আলী শিকদার, কোষাধ্যক্ষ ইমলাক শেখ, নিবার্হী সদস্য মোর্শেদা আকতার ও এস এম রাজীব সিদ্দিকী, সাংবাদিক মোঃ মাকসুদ আলম, মোঃ মোস্তফা মীর, আবদুল্লাহ ফারুক প্রমূখ।
উল্লেখ্য, উক্ত সভায় সর্বসম্মত সিদ্ধান্তে প্রেসক্লাব মোল্লাহাটের প্রাথমিক সদস্যপদ লাভ করেন দৈনিক কালবেলা ও এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি সাংবাদিক আবদুল্লাহ ফারুক।
যাযাদি/ এমএস