বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

ভোটকেন্দ্র পরিদর্শনে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ

গাজীপুর প্রতিনিধি
  ২৫ মে ২০২৩, ১২:৩৩
ভোটকেন্দ্র পরিদর্শনে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ

আজ অনুষ্ঠিত হচ্ছে গাজীপুর সিটি নির্বাচন। এ নির্বাচন উপলক্ষের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন অশোক কুমার দেবনাথ, অতিরিক্ত সচিব, নির্বাচন কমিশন সচিবালয়।

তিনি মহানগরের কাজী আজিম উদ্দিন কিলেজ কেন্দ্রে বেলা ১১ টা ১০ মিনিটে পরিদর্শনে এসে বলেন, এখনো পর্যন্ত ৫০ টি সেন্টার পরিদর্শন করা হয়েছে। কোন কেন্দ্রে কোন ভোটার ভোট না দিয়ে ফেরত গেছে এরকম কোন ঘটনা নাই। সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও এখন অনেক বেড়েছে।

ভোটাররা উৎসবের মতো স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছে। কোথাও আইনশৃংখলা অবনতির কোন অভিযোগ কোন প্রার্থী দেয়নি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আনিসুর রহমান, সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে