রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

চৌহালীতে বিএনপির সদস্য নবায়ন ও ফরম বিতরণের উদ্বোধন

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  ০৬ জুলাই ২০২৫, ১১:৫৬
চৌহালীতে বিএনপির সদস্য নবায়ন ও ফরম বিতরণের উদ্বোধন
যায়যায়দিন

সিরাজগঞ্জের চৌহালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহে ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে।

রোববার (৬ জুলাই ) সকালে নিজে সদস্য ফরম সংগ্রহ করে উপজেলার কুরর্কী গ্রামে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: জাহিদ মোল্লা। এছাড়াও ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, সহ সভাপতি শহিদ তালুকদার, সহ সভাপতি বাবুল আক্তার বকুল সিকদার,

দপ্তর সম্পাদক রেজাউল করিম মুন্সী, উপজেলা যুবদলের সভাপতি আরমান হোসেন হাবিব, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: আব্দুল কাদের মোল্লা ও খাষকাউলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আলামিন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন ।

এসময় সাবেক সভাপতি মো: জাহিদ মোল্লা তার বক্তব্যে বলেন, বেগম খালেদা সুদৃঢ় নেতৃত্ব ও তারেক রহমান আমাদের তারণ্যের অহংকার। তাই বিএনপির পতাকা তলেই এদেশের তরুণদের জোয়ার। এদেশের আপামোর জনসাধারণ গত ১৭ বছর আমাদের পাশে ছিলেন বলেই স্বৈরাচার আমাদের দমাতে পারেনি। আর আ'লীগের নেতাকর্মীর কাছে কোন ক্রমেই যেন আমাদের সদস্য ফরম তাদের হাতে না যায়।

মনে রাখতে বিএনপির ৩১ দফাই আগামীর বাংলাদেশের ভবিষ্যত। পিআর নয় জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত এলাকার জনপ্রতিনিধিরাই পারে মানুষের পশে দাড়াতে, অন্যরা নয়। যাদের ভোটের মাঠে অবস্থান নেই, তারাই এখন এসব নিয়ে ব্যস্ত।

তৃণমূল থেকেই নেতৃত্ব তৈরি হয় একথা আামদের মনে রাখতে হবে। এদিকে, আলোচনা সভা শেষে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: জাহিদ মোল্লার হাতে নতুন নবায়ন ফরম তুলেদেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলামসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে