শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টঙ্গিবাড়ীতে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  ২৮ মে ২০২৩, ২১:৩৫

মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ীতে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন হয়েছে।

রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ অডিটরিয়ামে চিত্রাংকন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমীন এমিলি। সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাসেদুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আবদুল ওয়াহিদ, ভাইস চেয়ারম্যান হাজী মো: নাহিদ খান, মহিলা ভাইস চেয়ারম্যান এড. নাসিমা আক্তার।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা আফরিন, কৃষি কর্মকর্তা জয়নুল আলম তালুকদার, ওসি মো: রাজিব খান, প্রকৌশলী শাহ মোয়াজ্জেম, উপজেলা আ’লীগ সভাপতি হাফিজ আল আসাদ রারেক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভীন, টঙ্গীবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, বন কর্মকর্তা হুমায়ন কবির খান, নির্বাচন কর্মকর্তা এম.কে আহম্মেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার, জনসাস্থ্য উপপ্রকৌশলী মো: হুমায়ন, আনসার ভিডিপি কর্মকর্তা কারিমা বেগম প্রমুখ।

সভাশেষে চিত্রাংকন প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে