শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

চুনারুঘাট মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
  ৩০ মে ২০২৩, ২০:১২
চুনারুঘাট মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু
চুনারুঘাট মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

হবিগঞ্জের চুনারুঘাটে খোয়াই নদীতে মাছ ধরতে গিয়ে পানির গভীরে পাথরের গর্তে পড়ে তলিয়ে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ঘরগাঁও অংশে খোয়াই নদীর দক্ষিণ দিকে পাথর বেষ্টিত এলাকায় শাহীন মিয়া (৩৫) মাছ ধরতে যান।

এ সময় পাথরের গর্তে শাহীনের হাত আটকে গেলে শাহীন মিয়া মারা যায়। মৃত শাহীন (৩৫) গাজিপুর ইউনিয়নের টেকেরঘাট এলাকার মৃত রহমত আলীর ছেলে।

খবর পেয়ে ঘটনার স্থল থেকে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফাসহ একদল পুলিশ সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে চুনারুঘাট থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে