বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

কটিয়াদীতে শিশু সন্তানকে নির্মম নির্যাতন, পিতা গ্রেপ্তার

কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ৩১ মে ২০২৩, ১৭:১২
কটিয়াদীতে শিশু সন্তানকে নির্মম নির্যাতন, পিতা গ্রেপ্তার

কিশোরগঞ্জের কটিয়াদিতে নিজের শিশু সন্তানকে নির্মমভাবে মারপিট করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পর পাষণ্ড পিতা ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবগত রাতে কটিয়াদী উপজেলার পাশ্ববর্তী পাকুন্দিয়ার উপজেলার বোরুদিয়া ইউনিয়নের ফুলদি এলাকা থেকে। ইকবাল পৌর এলাকার শিমুলতলী বাগরাইট মহল্লার নাজিম উদ্দীনের ছেলে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদাত হোসেন জানান, উপজেলার বাগরাইট গ্রামের মৃত নাজিমুদ্দিনের ছেলে ইকবাল তার ছয় বছর বয়েসী মেয়েকে নির্মমভাবে মারপিট করে, এবং এসময় ভিডিও ধারন করে শিশুটির সৎমা। শিশুটি নির্যাতনকারি ইকবাল হোসেনের প্রবাসী প্রথম স্ত্রীর সন্তান। গত দুইদিন ধরে নির্যাতনের এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে, বাবা গা ঢাকা দেন। বিষয়টি পুলিশের নজরে আসে। এ ঘটনায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাহফুজুর রহমান মিঠু বাদি হয়ে কটিয়াদি থানায় মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে বাবা ইকবালকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করে পুলিশ। পরে, আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। ঘটনার সাথে জড়িত সৎমাকে গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।

উল্লেখ, কটিয়াদীতে ছয় বছরের কন্যাশিশু স্বর্ণা আক্তার পিতা ইকবাল মিয়ার হাতে নির্মম লাঠিপেটার শিকার হয়েছে। লাঠি দিয়ে পিটিয়ে মাটিতে ফেলে পা দিয়ে গলায় চেপে ধরে। ওমা! ও বাবা! বলে চিৎকার করলেও মন গলেনি পিতার। আর এ নির্যাতনের ভিডিও করেন শিশুটির সৎমা। এ ঘটনার একটি ভিডিও প্রকাশ পাওয়ার পর আঁতকে উঠে মানুষের মন। নিন্দার ঝড় উঠে সবমহলে পাষন্ড পিতার দৃষ্টান্তমূলক বিচার চাচ্ছেন এলাকাবাসী। ঘটনার পর থেকে ইকবাল ও তার দ্বিতীয় স্ত্রী রাবেয়া পলাতক রয়েছে।

প্রথম স্ত্রীর নাম হালিমা। তার চার সন্তানের মধ্যে এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। বড় ছেলে ও মেয়ে বাড়িতে থাকে না। বাড়িতে শুধু ছোট দুই মেয়ে থাকে।

পারিবারিক কলহ ও বনিবনা না হওয়াতে দুই বছর আগে প্রথম স্ত্রী হালিমার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। চার সন্তান রয়ে যায় পিতার কাছে। এরপর কিছুদিন দেশে থেকে প্রবাসে চলে যায় হালিমা। এর মধ্যে রাবেয়া নামের এক নারীকে বিয়ে করে ইকবাল। আগের সংসারের সন্তানদের ভালো ভাবে নিতে পারছিলেন না দ্বিতীয় স্ত্রী রাবেয়া। ফলে সংসারে এ নিয়ে কলহ তৈরি হতো প্রায় সময়। শিশুদের মারধর করা হত হরহামেশাই।

ছড়িয়ে পড়া ভিডিওটি করা গত রমজানের ১৫ তারিখের দিকে। ভিডিওটি রোববার সন্ধ্যায় প্রকাশ পায় এবং সবার নজরে আসে। ওই দিন তুচ্ছ বিষয় নিয়ে মারধরের শিকার হয় শিশুটি। আর এটি ঠাণ্ডা মাথায় বসে ভিডিও করেন সৎমা রাবেয়া। ভিডিওটি প্রবাসে থাকা শিশুর মায়ের কাছে পাঠানো হয় তাদের স্বার্থগত চাওয়া পাওয়ার জন্য।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে