বৈধ কাগজপত্র না থাকায় মানিকগঞ্জের সিঙ্গাইর বাসস্ট্যান্ডে অবস্থিত আলফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।
সেই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ খবির উদ্দিনকে ৪ মাসের কারাদন্ড দেওয়া হয়।
বুধবার (৩১ মে) অভিযান চালিয়ে প্রতিষ্টানটি সিলগালা ও পরিচালককে এই দণ্ডাদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ূম খান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, বুধবার দুপুরে সিঙ্গাইর বাসস্ট্যান্ডে অবস্থিত আলফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান ভ্রাম্যমান আদালত।
এসময় ওই হাসপাতালে কোন ডিউটি ডাক্তার ছিলনা। এছাড়া হাসপাতালের বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ।
পরে সব কার্যক্রম বন্ধ করে হাসপাতাল সিলগালা ও ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ূম খান। সেই সঙ্গে প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ খবির উদ্দিনকে ৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মারিয়া তাবাসসুম ও উপজেলা সেনেটারি ইন্সপেক্টর আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
যাযাদি/ এম