সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০
walton

দামুড়হুদায় ফেনসিডিলসহ চালক গ্রেফতার

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
  ১০ জুন ২০২৩, ১১:৩০

দামুড়হুদা উপজেলার দর্শনায় আম ভর্তি পিকআপভ্যানে ফেনসিডিল উদ্ধার করেছে দর্শনা থানা পুলিশ। গ্রেফতার করা হয়েছে চালককে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে দর্শনা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আমানুল্লাহ আমানের নির্দেশে থানার সেকেন্ড এসআই অফিসার আহমেদ আলী বিশ্বাস গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীও ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালান দর্শনা মোবারকপাড়ায়। পুলিশ মোবারকপাড়ার তরফদার একাডেমির সামনে থেকে আম ভর্তি পিকআপভ্যান(ঢাকা মেট্রো ন ১৯-৮০৫৮) তল্লাশি চালিয়ে ড্রাইভারের সিটের নিচ থেকে ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এসময় গ্রেফতার করা হয়েছে দর্শনা পৌর শহরের আজমপুর ইটভাটার বিপ্লবের ছেলে পিকআপ চালক সজিবকে (২৮)।

এ ঘটনায় এসআই আহমেদ আলী বিশ্বাস বাদী হয়ে গতরাতেই গ্রেফতারকৃত সজিবের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে