শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

নবাবগঞ্জ সরকারি কলেজে রসায়ন বিভাগের বিদায় অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  ১০ জুন ২০২৩, ১১:৪৬
নবাবগঞ্জ সরকারি কলেজে রসায়ন বিভাগের বিদায় অনুষ্ঠান
নবাবগঞ্জ সরকারি কলেজে রসায়ন বিভাগের বিদায় অনুষ্ঠান

শনিবার (১০ জুন) সকাল ১০টায় নবাবগঞ্জ সরকারি কলেজে রসায়ন বিভাগের ২০২০ ও ২০২১ সালের অনার্স পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিভাগীয় প্রধান ড. মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল হামিদ, সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রকিব, সহকারী অধ্যাপক হাসনেয়াতুন নেসা, প্রভাষক ফৌজিয়া তাবাসসুম, বিদয়ী শিক্ষার্থী সাদেক হোসেন খোকা, অমিত দত্ত, গোলাম আজম প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলো ফয়সল আহমেদ ও তাহেরা খাতুন। বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে