মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০
walton

টঙ্গীতে যুবকের গলা কাটা লাশ উদ্ধার 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
  ১০ জুন ২০২৩, ১৩:৫৬

টঙ্গীতে মোশারফ হোসেন (৩০) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পু‌লিশ। শ‌নিবার সকাল সাড়ে ৭টায় পাগার ফ‌রিদ খান রোডের বি‌বি ম‌রিয়ম স্কুলের পিছন থেকে লাশটি গলাকাটা অবস্থায় উদ্ধর কর হয়।

নিহত মোশারফের গ্রামের বাড়ি রংপুর জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে । তবে টঙ্গীতে বসবাস করতেন বলে পুলিশ জানান। তার পরনে ছিল জিন্সের প্যান্ট, হাফ হাতার গেঞ্জি।

টঙ্গী পূর্ব থানার পুলিশ জানায়, শুক্রবার রাত ১২ টার পর থেকে ভোর রাতের মধ্যে দুর্বৃত্তরা এই যুবকে জবাই করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। আজ শনিবার সকালে স্থানীয় লোকজন এই যুবকের লাশ দেখে পুলিশকে খবর দেয় । খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ব থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, যুবককে গলা কেটে হত্যা করার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। পাশাপাশি এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে