সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

পাকুন্দিয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ১৮ জুন ২০২৩, ১৫:২২
পাকুন্দিয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
পাকুন্দিয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

সারাদেশে ৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত বয়সী ২ কোটি ২০ লাখ শিশুকে দেশের সব সরকারি স্বাস্থ্যকেন্দ্র এবং অন্যান্য নির্ধারিত স্বাস্থ্যকেন্দ্র থেকে একযোগে ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের পাকুন্দিয়া উপজেলার কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ জুন) সকালে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলীন শহীদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর এ আলম খান প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যানুযায়ী পুরো উপজেলায় ২৪৮ টি অস্থায়ী ঠিকাদান কেন্দ্র ও দুইটি স্থায়ী ও এনজিও ঠিকাদান কেন্দ্রে মোট ২৯৬২০৮ শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে। তন্মধ্যে ৬-১১ মাসের লক্ষ্যমাত্রা ৪২২৫ জন, ১২-৫৯ মাসের লক্ষ্যমাত্রা ৩২৬৩০ জন, ৬ থেকে ১১ মানের প্রতিবন্ধী ০৫ জন ও ১২-৫৯ মাসের প্রতিবন্ধী লক্ষ্যমাত্রা ৩০ জন।

এ ক্যাম্পেইন চলবে বিকেল ৪ টা পর্যন্ত দেশের সব সরকারি স্বাস্থ্যকেন্দ্র এবং অন্যান্য নির্ধারিত স্বাস্থ্যকেন্দ্র থেকে একযোগে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে