দিনাজপুরে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে বরাদ্দকৃত করোনা ও কল্যাণ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের অডিটোরিয়াম থেকে এই চেক বিতরণ প্রদান করা হয়।
দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদে সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) দেবাশীষ চৌধুরীর সঞ্চালনায় চেক বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের মধ্যে চেক বিতরণ করেন জাতীয় সংসদর হুইপ ইকবালুর রহিম এমপি । এ সময় বলন, বর্তমান শখ হাসিনা গণমাধ্যম ও সাংবাদিক বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদর কল্যাণ কাজ কর যাছন। তিনি বলন, সাংবাদিকরা জাতির বিবক। তারা সত্য, নিরপক্ষ ও ব¯নিষ্ঠ সংবাদ পরিবশনর মাধ্যম সরকারর উনয়ন কর্মকান্ডক ত্বরা^িত করছন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছ বলই গণমাধ্যমকর্মীরা আজ স্বাধীনভাব কাজ করছ।
তিনি বলন, বিএনপি-জামাতর আমল গণমাধ্যমকর্মীরা স্বাধীনভাব কাজ করার সুযাগ পত না। সাংবাদিকদর কল্যান এগিয় আসনি তারা। শখ হাসিনা ক্ষমতায় আসার পর সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠনর মাধ্যম তাদর জীবন মানানয়ন কাজ কর যাছন। এই কল্যান ট্রাস্ট থক অসুস্থ সাংবাদিক ও অসহায় সংবাদকর্মীদর অব্যাহত ভাব সহযাগিতা করা হছ। এটাও প্রধানম¿ী শখ হাসিনার মানবতার একটি দিক। সরকার সাংবাদিকদর আবাসন সুবিধা প্রদানর দিকও নজর দিছন। তিনি বলন, বাংলাদশ কান মানুষ গহহীন ও ভুমিহীন থাকব না। এর মধ্য সাংবাদিকরাও বাদ যাব না।
৩ আগস্ট বহস্পতিবার সকাল ১১ টায় দিনাজপুর জলা প্রশাসনর আয়াজন জলা প্রশাসকর সম্মলন কক্ষ বাংলাদশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থক বরাদ্দকত করানা ও কল্যাণ অনুদানর আর্থিক সহায়তার চক বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য জাতীয় সংসদর হুইপ ইকবালুর রহিম এমপি তিনি এসব কথা বলন।
দিনাজপুর জলা প্রশাসক শাকিল আহমদর সভাপতিত্ব বক্তব্য রাখন দিনাজপুর অতিরিক্ত জলা প্রশাসক (সার্বিক) দবাশীষ চধুরী, সদর উপজলা পরিষদর চয়ারম্যান ইমদাদ সরকার, দিনাজপুর প্রসক্লাবর সাবক সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নর সভাপতি ওয়াহদুল আলম আর্টিষ্ট, সাধারণ সম্পাদক শাহীন হাসন, পর আওয়ামী লীগর সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সাবক সাধারন সম্পাদক এসএম খালকুজ্জামান রাজু, সাংবাদিক এমদাদুল হক মিলন প্রমুখ।
মাট ৯৩ জন সাংবাদিকর মাঝ ১৫ লাখ ৯০ হাজার টাকার চক প্রদান করা হয়। এর মধ্য ১৪ জনক ৮ লাখ এবং ৭৯ জনক ১০ হাজার টাকা কর মাট ৭ লাখ ৯০ হাজার টাকার চক বিতরণ করা হয়।
দিনাজপুরে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া কর্মরত ৭৯ জন সাংবাদিকদের মাঝে ৭ লাখ ৯০ হাজার টাকার চেক। অসুস্থ ও দুস্থ সাংবাদিক আরও ১১ জনের মাঝে আট লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিস্ট, সাধারণ সম্পাদক শাহিন হোসেন, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল হুদা দুলাল, দিনাজপুর প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত থেকে ছিলেন।
যাযাদি/এসএস