শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ঘোড়াঘাটে ভিজিডি কার্ডের ৯৫ বস্তা চাল জব্দ

ঘোড়াঘাট( দিনাজপুর)প্রতিনিধি
  ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:১২
ঘোড়াঘাটে ভিজিডি কার্ডের ৯৫ বস্তা চাল জব্দ
ঘোড়াঘাটে ভিজিডি কার্ডের ৯৫ বস্তা চাল জব্দ

দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি ভিজিডি কার্ডের চাল ক্রয় করে বাড়িতে মজুদ রাখায় ৯৫ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। অভিযানের খবর পেয়ে বাড়ির লোকজন পালিয়ে যায়।

গতকাল রোববার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের সোনামুখী দামোদর পুর গ্রামের মনজু রহমানের ছেলে নাসিম মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম।

এ সময় তিনি বাড়ির বারান্দায় রাখা ৩০কেজি ওজনের ৯৫ বস্তা চাল জব্দ করেন। অভিযান চলাকালে তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ মাহমুদুল হাসান ও ঘোড়াঘাট থানার ওসি মো. আসাদুজ্জামান আসাদ।

স্থানীয়রা জানায়, নাসিম মিয়া ভিজিডি কার্ডের চাল উপকারভোগীর কাছ থেকে কম দামে ক্রয় করে নিজ বাড়ির ও ভাদুরিয়া বাজারের মুদি দোকানে বিক্রি করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার( ভূমি) মোঃ মাহমুদুল হাসান জানান , জব্দকৃত চাল থানা হেফাজতে রাখা হয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে