দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের বলাহার গ্রামকে আনুষ্ঠানিক ভাবে বাল্য বিবাহমুক্ত গ্রাম হিসেবে ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলাম। অনুষ্ঠানে বলাহার গ্রামের শতাধিক অভিভাবক তাদের ছেলে মেয়েদের বাল্য বিবাহ দিবেন না বলে অঙ্গিকার করেন।
মঙ্গলবার সকাল ১১টায় বলাহার গ্রামে এ উপলক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঘোড়াঘাট এপির সহযোগিতায় ও বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি ইয়ুথ ভিজিলেন্ট টিম, শিশু ফোরাম ও গ্রাম উন্নয়ন কমিটি আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বলাহার গ্রাম উন্নয়ন কমিটি কোষাধ্যক্ষ নাজমিনা বেগম।
এতে বক্তব্য রাখেন ইউপি সদস্য এমদাদুল হক মিন্টু, মো. আবু মনসুর আলী, হালিমা বেগম, সমাজ সেবক মো. ফিরোজ চৌধুরী, ঘোড়াঘাট এপির ম্যানেজার রোলান্ড গমেজ, প্রোগ্রাম অফিসার মারিও মার্ডী, জেমস তপন মন্ডল, মামুনুর রশিদ, স্টেলা সরেন প্রমুখ।
যাযাদি/এসএস