বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০
walton

কেরানীগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
  ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০০

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক গৃহবধু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ছয়টা দিকে নিজ ঘরের ফ্যানের সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা করেন তিনি।

নিহত গৃহবধুর নাম কাজী আফরীন জাহান রিতু (২০)। জানা যায়, তার স্বামীর নাম রিফাত মিয়া। নিহতের বাড়ি ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের কাউটাইল পূর্বপাড়া।

শ্বশুর আরিফ হোসেন শ্যামল(৬৫) বলেন, রিফাত প্রতিদিন সকালে কাজে যাওয়ার পর সে আরো কয়েক ঘন্টা পর ঘুম থেকে উঠে৷ কিন্তু শনিবার দশটা পর্যন্ত রিতুকে ডাকাডাকি করার পর ঘরের দরজা না খুললে স্থানীয় মেম্বারকে ডেকে এনে ঘরের দরজা ভাঙলে রিতুকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখা যায়৷ পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।

এ বিষয়ে নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজামান জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে