দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন হাট- বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম মনিটরিং করেছে উপজেলা প্রশাসন ।
আজ শনিবার বেলা ১০ থেকে ১২ পর্যন্ত টা উপজেলার রানিগঞ্জ , বাগেরহাট, ওসমানপুর ও বলগাড়ী বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম।
এ সময় তার সঙ্গে ছিলেন সহকারি কমিশনার ভূমি মোঃ মাহমুদুল হাসানসহ থানা পুলিশের একটি দল।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, বাজারে সবাই মূল্য তালিকা টাঙ্গিয়েছে কিনা এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় হচ্ছে কিনা তা যাচাই বাছাই করার জন্য আমরা বাজার মনিটরিং করি।
তিনি আরও বলেন, ডিম, আলু ও পেঁয়াজের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। যা বাজারে বিক্রেতারা সরকার নির্ধারিত দামে বিক্রি করছে কিনা সে বিষয়ে বাজার মনিটরিং করি এবং সরকার নির্ধারিত দামে পণ্যের বিক্রির জন্য ব্যবসায়ীদের সচেতন করি। বাজার মনিটরিং ধারাবাহিকভাবে চলবে। কেউ বেশি মূল্যে বিক্রয় করছে এমন অভিযোগ পেলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
যাযাদি/ এম