শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

শেরপুরে  ৪০০ টাকায় বিক্রি হচ্ছে স্যালাইন

শেরপুর প্রতিনিধি
  ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৭
শেরপুরে  ৪০০ টাকায় বিক্রি হচ্ছে স্যালাইন
শেরপুরে  ৪০০ টাকায় বিক্রি হচ্ছে স্যালাইন

শেরপুরে লাফিয়ে বাড়ছে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।কেউ হাসপাতালে বোড়ীতে চিকিৎসা নিচ্ছেন।এ রোগের চিকিৎসার জন্য প্রয়োজন পড়ছে প্রচুর আইভি ফøুইড স্যালাইন।অন্তত দুই সপ্তাহ ধরে এই স্যালাইনের সংকট চলছে।

তবে কয়েক দিন ধরে এই সংকট চরমে উঠেছে।হাসপাতালে সরবরাহ নেই, বাড়তি দামেও ফার্মেসীতে মিলছে না এই স্যালাইন। চাহিদা ও সরবরাহের সমন্বয় না হওয়ায় এই সংকট বাড়ায় সংকট তৈরী হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সরকারি হিসাবেই গেলো এক মাসে শেরপুরে ডেঙ্গতে আক্রান্ত হয়েছেন চারশো জন।প্রাণ গেছে দুই জনের।এদিকে কোথাও স্যালাইন পাওয়া গেলেও একশ টাকার স্যালাইনের দাম হাকানো হচ্ছে চারশ টাকা।

বৃহস্পতিবার ও শুক্রবার জেলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সরজমিন জানা গেছে জেলা সদর, শ্রীবরদী, ঝিনাইগাতী, নকলা, নালিতাবাড়ী ছাড়াও পাশ্ববর্তী কয়েকটি উপজেলার রোগী শেরপুরের হাসপতাল গুলোতে চিকিৎসা সেবা নিচ্ছেন।এত সংখ্যক রোগীর চিকিৎসার জন্য এই স্যালাইনের চাহিদা এখন তুঙ্গে।ভোক্তভোগী সূত্র জানিয়েছে ডাক্তার স্যালাইন লিখলেও হাসপাতাল থেকে পাওয়া যায়নি।বাইরেও নেই।দৈবক্রমে কোথাও পাওয়া গেলে চারশ টাকার নীচে পাওয়া যাচ্ছে না।স্বজনকে বাঁচাতে দামের বিবেচনা না করে মানুষজন হন্যে হয়ে স্যালাইন খোঁজছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঔষুধ ব্যবসায়ী জানিয়েছে কোম্পানী গুলো চাহিদামত ওই স্যালাইন সরবরাহ করছে না।এক লাখ টাকার অর্ডার করলে ১০ হাজার টাকার স্যালইন পাচ্ছি।

জেলা সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য বলেছেন, বাড়তি চাহিদার জন্য স্যালাইনের সংকট রয়েছে।সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে। সংকট দ্রæত কেটে যাবে দাবী এই কর্মকর্তার।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে