শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

যুবলীগ নেতার অফিস থেকে হেরোইনসহ মাদক কারবারি আটক

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০৪
যুবলীগ নেতার অফিস থেকে হেরোইনসহ মাদক কারবারি আটক
যুবলীগ নেতার অফিস থেকে হেরোইনসহ মাদক কারবারি আটক

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজুল হক মাসুমের ব্যক্তিগত অফিস থেকে এনামুল ভূঁইয়া (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪০০ গ্রাম ওজনের ৪০ পুড়িয়া হেরোইন উদ্ধার করেছে। যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ৪০ লাখ টাকা। এছাড়াও ওই এলাকা থেকে আরো ৪ জনকে আটক করে পুলিশ। তবে অভিযানের টের পেয়ে ঘটনাস্থলে থেকে পালিয়ে যায় ওই যুবলীগ নেতা।

মাদক কারবারীসহ ৫ জনকে আটক ও মাদক উদ্ধারের বিষয়টি সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মশিউর রহমান খান। এর আগে রোববার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বক্তারপুর ইউনিয়নের নয়াবাজার এলাকায় পুলিশ অভিযান চালায়।

আটককৃত এনামুল উত্তর খৈকড়া গ্রামের সাহেব আলীর ছেলে। সে এলাকায় মাদক কারবারি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। অন্যদিকে আটককৃত রাসেল (২৫) কালীগঞ্জ পৌর এলাকার দুর্বাটি গ্রামের আমজাদ হোসেনের ছেলে, হারিসুল ইসলাম (২১) তুমলিয়া ইউনিয়নের চুয়ারিখোলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে, হিরন খাঁ (২৫) বক্তারপুর ইউনিয়নের উত্তর খৈকড়া গ্রামের রশিদ খানের ছেলে ও ছানাউল্লাহ (৬০) একই ইউনিয়নের উত্তর রাজনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে । এসআই জানান, দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় এনামুলকে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকী ৪ জনকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেকের ২ হাজার ২০০ টাকা করে অর্থদন্ড করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ মধ্যরাতে বক্তারপুর ইউয়িনের নয়াবাজার এলাকায় অবস্থিত বক্তারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজুল হক মাসুমের ব্যক্তিগত অফিসে অভিযান চালায়। এ সময় ৫ জনকে আটক করতে পারলেও অফিসের মালিক যুবলীগ নেতা মাসুমসহ আরো কয়েকজন খবর পেয়ে আগেই পালিয়ে যায়। আটককৃতদের দেহ তল্লাশি করে এনামুলের কাছ থেকে ৪০০ গ্রাম ওজনের ৪০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।

যুবলীগ নেতা মাসুম সম্পর্কে উপজেলা পর্যায়ের এক প্রভাবশালী যুবলীগ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, যুবলীগ নেতা মাসুমের কর্মকান্ডে স্থানীয় যুবলীগ বিব্রত। এর আগেও তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে। তবে এবার তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

এ ব্যাপারে যুবলীগ নেতা আজিজুল হক মাসুমের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে তিনি তা রিসিভ করেননি। পূনরায় আবার ফোন দিলে তিনি ফোন কেটে দেন এবং মোবাইল বন্ধ করে রাখেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে