শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ঘোড়াঘাটে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩০
ঘোড়াঘাটে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
ঘোড়াঘাটে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ আ‘লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘র ৭৭ তম জন্মদিন উপলক্ষে তিনটি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে মাদ্রাসায় শিক্ষক ও ছাত্ররা অংশ নেয়। আজ শুক্রবার দিন ব্যাপী উপজেলার বরাতীপুর এতিমখানা মাদ্রাসা, উত্তর দেবীপুর এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা ও নুরপুর এতিমখানা মাদ্রাসায়, সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা মো: আরিফুর রহমান মিমের নেতৃত্বে দিনাজপুর জেলা যুবলীগের সভাপতি মো: রাশেদ পারভেজের নির্দেশনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় বাংলাদেশ প্রজন্মলীগ ঘোড়াঘাট উপজেলা শাখার সভাপতি মো: আবু আসাদ তৈবুর, পালশা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: সজীব মিয়া, উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি সুমন প্রধান,সাধারণ সম্পাদক রুবেল সওদগর, সাংগঠনিক সম্পাদক পলাশ রেজা, সাবেক ইউনিয়ন ছাত্রলীগ নেতা আতিক, নাজিম, ময়নুল সেলিম খোকন ও ছাত্রলীগ নেতা জনিব হাসান সহ স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা, বিভিন্ন ইউনিটের যুবলীগের নেতাকর্মী ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়নের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপজেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে