সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

চুনারুঘাটে প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন পালন 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
  ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩০
চুনারুঘাটে প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন পালন 
চুনারুঘাটে প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন পালন 

হবিগঞ্জের চুনারুঘাটে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ ও উপজেলা ছাত্রলীগ যৌথভাবে উপজেলা হলরুমে আলোচনা সভা, কেক কাটা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন জিতুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক আব্দুস ছামাদ আজাদ মাস্টারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মানিক সরকার, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, উপজেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আওয়ামী লীগ নেতা কাউন্সিলর মর্তুজ সরদার, ইউপি সদস্য মীর সাহেব আলী, উপজেলা যুবলীগের যুগ্ন-সম্পাদক আলহাজ্ব জিল্লুর কাদির লস্কর রিমন, যুবলীগ নেতা নুরুল ইসলাম কবীর, পৌর মহিলালীগের সভাপতি ফেরদৌস বকুল, সাধারণ সম্পাদক শেফা তালুকদার, স্বেচ্ছাসেবকলীগ নেতা কাওসার আহমেদ কাওসার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহজাহান সামি, সাধারণ সম্পাদক সায়েম তালুকদার, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হোসেন দীপু প্রমূখ। সভা শেষে মোনাজাত পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মাস্টার।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে