‘কৃত্য পেষাভিত্তিক মন্ত্রানলয় চাই’ এই দাবীকে সামনে রেখে ‘ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ বিসিএস সাধারন শিক্ষা ক্যাডোরের ন্যায্য দাবীসমুহ আদায়ে জয়পুরহাট সরকারি কলেজে কর্মবিরতি পালন করেছে বিসিএস সাধারন শিক্ষা সমিতি।
সোমবার জয়পুরহাট সরকারি কলেজে দিনব্যাপি কর্মবিরতি পালনকালে উপস্থিত ছিলেন জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সাইফুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মিজানুর রহমান, বিসিএস সাধারন শিক্ষা সমিতি জয়পুরহাট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সহযোগি অধ্যাপক কাজি ইমরুল কায়েস, জয়পুরহাট সরকারি কলেজ শাখার সাধারন সম্পাদক সহযোগি অধ্যাপক আঃ জলিল, কোষাধ্যক্ষ সহযোগি অধ্যাপক তৌফিকুর রহমান সরকার, নির্বাহী সদস্য আবু নাসের, মাসুদুর রহমান প্রমুখ।
বিসিএস সাধারন শিক্ষা সমিতির সদস্যরা বলেন, আমাদের ন্যায্য দাবী সরকার না মেনে নিলে, শিক্ষা ক্যাডারের দাবি পুরনে দৃশ্যমান অগ্রগতি না হলে সারাদেশে আগামী ১০ থেকে ১২ অক্টোবর টানা তিন দিনের কর্মবিরতি পালন করা হবে।
যাযাদি/ এস