জামালপুরের বকশীগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন গ্রামে মতবিনিময় সভা করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি ব্যারিস্টার সামীর সাত্তার।
বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সামীর সাত্তার বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা নিয়ে গঠিত জামালপুর-১ আসন থেকে আগামি দ্বাদশ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে কাজ করে যাচ্ছেন।
সোমবার (২ অক্টোবর) দুপুরে বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া সরকার বাড়ি ও সদর ইউনিয়নের মুনাকুশা গ্রামে স্থানীয় এলাকার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেন করেন তিনি।
মতবিনিময়কালে তিনি শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড জনগণের সামনে তুলে ধরেন এবং আগামি নির্বাচনে আবারও নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
ঘাসিরপাড়া সরকার বাড়িতে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোলাম মো. মুছা, জিএম মুরাদ, মুছা তারেক, মেজাজুল হক প্রমুখ।
যাযাদি/এসএস