শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

দৌলতপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
  ০২ অক্টোবর ২০২৩, ১৬:৪৬
দৌলতপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু
দৌলতপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে খালার বাড়ীতে বেড়াতে এসে পদ্মা নদীতে ডুবে জুনায়েদ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমরার সকালে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীর চর এলাকা সংলগ্ন পদ্মানদীতে এ ঘটনা ঘটে।

নিহত জুনায়েদ ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর ইসলামপুর এলাকার জিয়ারুল প্রামাণিকের ছেলে।

পুলিশ ও পরিবার জানায়, গত রবিবার সন্ধ্যায় খালার বাড়ি বৈরাগীরচরে বেড়াতে আসে জুনায়েদ। সোমবার সকাল ৯ টার দিকে খেলতে বেরিয়ে সে নিখোঁজ হয়। পরে ১১ টার দিকে ভাদু শাহ্ এর আস্তানা সংলগ্ন পদ্মা নদীতে জুনায়েদকে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে