শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ভূঞাপুরে অহিংস দিবসে মানববন্ধন 

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  ০২ অক্টোবর ২০২৩, ১৮:২২
ভূঞাপুরে অহিংস দিবসে মানববন্ধন 
ভূঞাপুরে অহিংস দিবসে মানববন্ধন 

ভূঞাপুরে সুজন (সুশাসনের জন্য নাগরিক) এর উদ্যোগে সোমবার (২ অক্টোবর) বিকেল ৪ টায়অহিংস দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে ভূঞাপুর-তারাকান্দি আন্ত:মহাসড়কে মানববন্ধন ও র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সুজন সভাপতি অধ্যাপক মির্জা মহী উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় প্রতিহিংসা ভুলে গিয়ে অহিংস রাজনীতি ও সমাজ ব্যবস্থা গড়ার অঙ্গীকার করে বক্তব্য রাখেন, খায়রুজ্জামান ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, অধ্যাপক ও সাংবাদিক আখতার হোসেন খান, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, প্রধান শিক্ষক আব্দুস সালাম, মনিরুজ্জামান তরফদার বাবু, প্রেসক্লাবের সম্পাদক আব্দুর রাজ্জাক, শিক্ষক নেতা খায়রুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট সম্পাদক হাসান ছরোয়ার লাভলু, কামরান পাভেজ ইভান, রেজওয়ানুল করিম রানা, নাজিম উদ্দিন, মিলি আক্তার, সাইফুল্লাহ রাব্বি প্রমুখ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে