শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ইন্দুরকানীতে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা : স্কুল ছাত্রের বিরুদ্ধে মামলা

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
  ০৩ অক্টোবর ২০২৩, ১৩:৪৫
ইন্দুরকানীতে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা : স্কুল ছাত্রের বিরুদ্ধে মামলা
ইন্দুরকানীতে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা : স্কুল ছাত্রের বিরুদ্ধে মামলা

পিরোজপুরের ইন্দুরকানীতে চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা ও নির্যাতনের অভিযোগে এক স্কুলছাত্রের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার সকালে উপজেলার মধ্য বালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওইদিন রাতেই ভুক্তভোগী শিশুটির পিতা বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইন্দুরকানী থানায় মামলা দায়ের করেন।

থানা স‚ত্রে জানা যায়, এক স্কুল ছাত্রের প্রতিবেশী এক ৪ বছরের শিশুকে আখ খাওয়ানো কথা বলে ঘরে ডেকে নেয়। পরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়। এ সময় শিশুটির চিৎকার দিলে তার মা ছুটে আসলে স্কুলছাত্র পালিয়ে যায়।

ভুক্তভোগী শিশুটির বাবা জানান, এ ঘটনায় অভিযুক্ত স্কুল ছাত্রের বাবার কাছে বিচার দিলে তারা বিষয়টির কোন সমাধান করেননি। তাই অভিযুক্তের বিচার চেয়ে মামলা করেছি।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আল মামুন জানান, শিশু নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগে এক স্কুলছাত্রের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে