শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ছাগলনাইয়া থেকে অপহৃত কাওসারকে কক্সবাজার থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ফেনী প্রতিনিধি
  ০৩ অক্টোবর ২০২৩, ১৫:০৬
ছাগলনাইয়া থেকে অপহৃত কাওসারকে কক্সবাজার থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
ছাগলনাইয়া থেকে অপহৃত কাওসারকে কক্সবাজার থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ফেনীর ছাগলনাইয়া থেকে এক যুবককে অপহরণ করে মুক্তিপন আদায়ে ব্যর্থ হয়েছে প্রতারক চক্রের হোতারা। তারা পুলিশের এ্যকশন বুঝতে পেরে এমরানকে হাসপাতালে রেখে পালিয়ে যায়।

ফেনীর ছাগলনাইয়া উপজেলার পশ্চিম শিলুয়া গ্রামের নুরুল আফছারের পুত্র শাহরিয়ার কাওসার এমরানকে গত ২৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে অপহরণ করে সন্ত্রাসীরা। ২৯ সেপ্টেম্বর সকালে কাওসার এর মায়ের মোবাইলে ফোন করে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

এ ব্যাপারে কাওসার এর পিতা বাদী হয়ে ছাগলনাইয়া থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন। দুপুরের দিকে পুনরায় তার মায়ের মোবাইলে পুলিশ পরিচয় দিয়ে ফোন করে জানায়, কাওসারকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে তার পিতা নুরুল আফছার কক্সবাজার থেকে কাওসারকে উদ্ধার করে এনে, ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টায় ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তার স্বজনরা।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে