শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ আহত ৬

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৩ অক্টোবর ২০২৩, ১৫:৪৬
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ আহত ৬
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ আহত ৬

ঢাকা- চট্টগ্রামের মহাসড়কের চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি লেগুনা গাড়িকে ধাক্কা দেয় পিকআপ গাড়ি। এতে লেগুনাতে থাকা মিরসরাই কলেজের ইন্টার পরিক্ষার্থী ৪ ছাত্রীসহ ৬ জন আহত হয়।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর ৩ টার দিকে উপজেলার নদুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, পূজা, রিয়া, বেলাল বাকিদের পরিচয় পাওয়া যাওয়নি।

দূর্ঘটনার শিকার পূজা জানান, নিজামপুর কলেজ তাদের পরিক্ষার কেন্দ্রে ছিলো। পরিক্ষা দিয়ে আসার সময় নদুরিয়া এলাকায় একটি পিকআপ গাড়ি তাদের লেগুনা গাড়িকে পেছনে ধাক্কা দেয়। এতে করে লেগুনা গাড়িতে থাকা ৬ জন গুরুত্বও আহত হয়। তাদের মধ্যে ৪ জন শিক্ষার্থী ছিলো। স্থানীয়দের সহযোগীতায় তারা হাসপাতালে ভর্তি হয়।

মিরসরাই কলেজের অধ্যক্ষ আফছার উদ্দিন জানান, শিক্ষার্থী দূর্ঘটনার কথা শুনে সাথে সাথে ঘটনাস্থলে শিক্ষক পাঠিয়েছে। বিস্তারিত পরে জানাবো।

এ বিষয়ে জানান জন্য জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকারকে একাধিকবার কল করলে তিনি ফোন রিসিভ করেনি।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে