কাঞ্চিত শিক্ষার জন্য শিক্ষক, শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্য, শিক্ষার রুপান্তর শুরু হয় শিক্ষক দের দিয় এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে ২০২৩ সালের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে টঙ্গী পাইলট স্কুল এন্ড গালস্ কলেজ বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ উদযাপন।
এ উপলক্ষে শিক্ষার মানোন্নয়ন শিক্ষক দের ভুমিকা ও শিক্ষক দের প্রতি শ্রদ্ধা বোধ বৃদ্ধিতে সচেতনতা মুলক আলোচনা সভা, র্যালি গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। র্যালি টি টঙ্গী পাইলট স্কুল এন্ড গালস্ কলেজ থেকে শুরু করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পদক্ষিন করে সুরতরঙ্গ রোড পদক্ষিন করে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
টঙ্গী পাইলট স্কুল এন্ড গালস্ কলেজ অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে এবং শিক্ষক প্রতিনিধি মোঃ আবু জাফর আহম্মেদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন টঙ্গী পাইলট স্কুল এন্ড গালস্ কলেজ সমন্বয় কারী মোঃ মাহাবুব উল আলম, প্রভাতী শাখার সহকারী প্রধান মোঃ মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক রাখী সাহ,হারুন অর রশিদ, প্রভাষক লতিফা ফারবিন,সাহিদা খানম হীরা,সংরক্ষিত মহিলা কাউন্সিলর কেয়া,শারমিন, মোঃ আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন সজিব, আমজাদ হোসেন, সুরুজ আল মামুন, সানা উল্লাহ প্রমুখ।
আলোচনা সভা শেষে শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে ছাত্র-ছাত্রী এবং অভিভাবক দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়া পরে বিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সমন্বয়ে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
যাযাদি/ এম