মঙ্গলবার, ২৭ মে ২০২৫, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২

আখতারুজ্জামান চৌধুরী বাবুর ১১তম মৃত্যু বার্ষিকী পালিত

আনোয়ারা ( চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৪ নভেম্বর ২০২৩, ১৭:০৫
আখতারুজ্জামান চৌধুরী বাবুর ১১তম মৃত্যু বার্ষিকী পালিত
আখতারুজ্জামান চৌধুরী বাবুর ১১তম মৃত্যু বার্ষিকী পালিত

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের আমৃত্যু সভাপতি প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর শনিবার ১১ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগ নানা কর্মসূচি পালন করে।

1

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, দোয়া মাহফিল, কবর জিয়ারত, পুষ্প মাল্য অর্পণ ও আলোচনা সভা। তাছাড়া আনোয়ারার বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান বাবুর মৃত্যুবার্ষিকীর বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে। কর্ণফুলী ব্রিজ থেকে আনোয়ারা উপজেলার নিজ বাড়ি হাইলধর পর্যন্ত ব্যানার বিলবোর্ড ফেস্টুন ছেয়ে গেছে।

ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি সকালে তাঁর বাবার কবর জিয়ারত করেন। পরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, আনোয়ারা -কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, উপজেলা যুবলীগ শ্রমিকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ পৃথক ভাবে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে