বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

ফুলগাজীতে ভূমি মেলার সমাপনী

ফুলগাজী (ফেনী) প্রতিনিধি
  ২৭ মে ২০২৫, ২০:৫০
ফুলগাজীতে ভূমি মেলার সমাপনী
ছবি : যায়যায়দিন

ফুলগাজী উপজেলায় শেষ হলো ‘ভূমি সেবা সপ্তাহ’। মঙ্গলবার (২৭ মে) বিকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলার সমাপনী অনুষ্ঠান।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম'র সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতার। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সদর ইউনিয়ন প্রশাসক উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোরশেদ আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির শিবলী,

1

জিএমহাট ইউনিয়ন প্রশাসক উপজেলা প্রকৌশলী সৈয়দ আসিফ মুহাম্মদ, মুন্সীরহাট ইউনিয়ন প্রশাসক উপজেলা একাডেমিক সুপারভাইজার মোয়াজ্জেম হোসেন, ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন, উপজেলা জামায়তের আমীর জামাল উদ্দিন চৌধুরীসহ স্থানীয় সাংবাদিক, সেবাগ্রহীতা এবং নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই আয়োজনে ভূমি অফিসের সেবা ক্যাম্পগুলোতে সাধারণ মানুষের মাঝে নামজারি, ই-নামজারি, খারিজ, ভূমি উন্নয়ন কর পরিশোধের পদ্ধতি, বকেয়া করের পরিণতি ও মামলা প্রক্রিয়া, খাস জমি উদ্ধার এবং সরকারি খালের জায়গা দখলমুক্ত রাখার গুরুত্ব বিষয়ে বিশদ পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হয়।

সেবা সপ্তাহে সরাসরি অংশগ্রহণকারী বহু নাগরিক ভূমি অফিসের পরিবর্তনশীল কর্মপদ্ধতির প্রশংসা করেন। পূর্বের জটিলতা ও হয়রানির বদলে এখন অনেক সহজ, স্বচ্ছ ও মানবিক পরিবেশে ভূমি সংক্রান্ত সেবা পাওয়া যাচ্ছে। এমন প্রতিক্রিয়া উঠে এসেছে উপস্থিত সাধারণ মানুষের মুখে।

এ উপলক্ষে ভূমি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রচনা প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। এসব আয়োজন ছিলো নতুন প্রজন্মকে ভূমি অধিকারের বিষয়ে শিক্ষিত ও সচেতন করে তোলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে