বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০
walton

চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা 

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
  ২১ নভেম্বর ২০২৩, ১৯:০৪

চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার আর.এম.ফয়জুর রহমানের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ১২টায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন) পুলিশ সুপার হিসাবে পদোন্নতি প্রাপ্ত রিয়াজুল ইসলাম। মতবিনিময় সভার শুরুতেই সাংবাদিকদের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভায় পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন, অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, অফিসার ইনচার্জ (ডিআইও-১) আবু জিহাদ ফকরুল ইসলাম খান এবং সদর থানার অফিসার ইনচার্জ মাহব্বুর রহমান।

সভায় সাংবাদিকদের পক্ষে মতবিনিময়ে অংশ নেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল-আমিন ও সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, জেলা প্রেসক্লাবের সভাপতি এড.মানিক আকবর, হুসাইন মালিক, জিসান আহম্মেদ, এড.রফিকুল ইসলাম, ইসলাম রকিব, খাইরুজ্জামান সেতু, রিফাত রহমান, মামুন মোল্লা, আজাদ মালিতা, শাহ আলম সনি প্রমুখ।

নবাগত পুলিশ সুপার বলেন, ' আমার উপর অর্পিত দায়িত্ব মেধা-মনন, সততা এবং নিষ্ঠার সঙ্গে পালন করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। এই জেলার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অধিকতর সেবা প্রদান আমার অন্যতম প্রধান লক্ষ।

দ্রুত সেবা সহজীকরণের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার ৫টি পুলিশ স্টেশন হবে আইনী সেবা প্রত্যাশীদের নির্ভরতার কেন্দ্রবিন্দু।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনকে সম্প্রতি বাংলাদেশ নৌ পুলিশের পুলিশ সুপার হিসাবে বদলি করা হয়। এরপর আর এম ফয়জুর রহমান ১৭ নভেম্বর চুয়াডাঙ্গা পুলিশ সুপার হিসাবে যোগদান করেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে