রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

নেত্রকোনায় আ’লীগের মনোনয়ন প্রত্যাশী তিনজন স্বতন্ত্র প্রার্থী

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
  ২৭ নভেম্বর ২০২৩, ২১:২০
নেত্রকোনায় আ’লীগের মনোনয়ন প্রত্যাশী তিনজন স্বতন্ত্র প্রার্থী
নেত্রকোনায় আ’লীগের মনোনয়ন প্রত্যাশী তিনজন স্বতন্ত্র প্রার্থী

নেত্রকোনা-১, দূর্গাপুর-কলমাকান্দা ও নেত্রকোনা-২, সদর-বারহাট্রা আসনে ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যার্শী তিনজন জনপ্রিয় আওয়ামীলীগ নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এবার তাদের পছন্দের প্রার্থীর পক্ষ হয়ে নির্বাচনে কাজ করার সুযোগ সৃস্টি হওয়ায় উভয় আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, নেত্রকোনা-১, দূর্গাপুর-কলমাকান্দা আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

নির্বাচনী তফসিল ঘোষনার পর তিনি দূর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। দূর্গাপুর উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সংসদ সদস্য মরহুম জালাল উদ্দিন তালুকদারের কন্যা জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার দীর্ঘ ১৫ বছর যাবৎ এলাকায় অবস্থান করে দলের নেতা কর্মীদের পাশে রয়েছেন।

এলাকায় উন্নয়নের পাশাপাশি রাজনৈতিক কর্মসূচীর অগ্রভাগের নেতা হিসেবে তিনি দুই উপজেলায় ব্যাপকভাবে পরিচিত। অন্যদিকে নেত্রকোনা-২, সদর বারহাট্রা আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের প্রচারনা শুরু করেছেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান ভিপি লিটন ও জেলা আ’লীগের সম্মানিত সদস্য সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা আ’লীগের স্মাট সাধারন সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান ভিপি লিটন এবং নেত্রকোনার উন্নয়নের রূপকার সাবেক উপমন্ত্রী আরিফ খান জয় স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ভোটের মাঠে নয়া সমীকরন শুরু হয়েছে। সদর কেনিদ্রক এ আসনে আ’লীগের একাধিক প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্ধিতার সম্ভাবনা রয়েছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে