নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আজ মঙ্গলবার দুপুরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন- নেত্রকোনার দুর্গাপুর উপজেলার পাবিয়াখালী গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. রাব্বী হোসেন (১৮) ও ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আলীম উদ্দিনের স্ত্রী জোৎস্না বেগম (৬৫)। উপজেলার শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের বামনখালি এলাকায় এ দুর্ঘটনা ঘঠে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরের দিকে নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে ময়মনসিংহ থেকে সিএনজি চালিত একটি অটোরিক্সা ৪যাত্রী নিয়ে দুর্গাপুর যাচ্ছিল। এ সময় উপজেলার বামনখালী এলাকায় বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী বালুবোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট ২২-৮৩৬৭) সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই জোৎস্না বেগম নিহত ও ৪জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে মো. রাব্বী হোসেন মারা যান। আহত অপর ৩জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতরা হলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাপুরা গ্রামের মোজাফফর আলীর ছেলে শরাফত আলী (৩২), নিজাম উদ্দিনের ছেলে পারভেজ ব্যাপারী (৩২) ও সিরাজগঞ্জ সদর উপজেলার গুনেরগাতি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে হাসান (২৮)।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ট্রাক ও অটোরিক্সাটি আটক করা হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেছে। লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
যাযাদি/ এসএম