রংপুরের ৬টি আসনে দলীয় মনোনীত জাতীয় পার্টি ও ক্ষমতাসীন আওয়ামী লীগের বেশ কয়েকজন নতুন মুখ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেউ কেউ প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়ে নতুনদের নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন। বিশেষ করে মিঠাপুকুর-৫ আসনে এমন চিত্র রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ এবার নির্বাচন করছেন। তিনি ২০০৮ সালের ওই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। সে সময় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সদস্য ছিলেন। বর্তমানে তিনি জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি পদে আসীন আছেন। একই আসনে বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির বহিষ্কৃত সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা স্বতন্ত্রপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই আসনে ভোট করবেন আওয়ামী লীগর মনোনীত অ্যাডভোকেট রেজাউল করিম রাজু। এই আসনে তিনি এবার নতুন মুখ।
রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ) আসনে জাপা মনোনীত আনিছুল ইসলাম মণ্ডল নির্বাচন করবেন। তিনি ২০০৮ সালে একই আসনে নির্বাচিত হয়েছিলেন। তবে ২০১৮ সালে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন। একই আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী ডিউক আবারও দলীয় মনোনয়নে নির্বাচন করবেন। তিনি দশম ও একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন) আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি এর আগেও একই আসনে ৮ম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
বর্তমানে রংপুর-৩ আসনে এরশাদপুত্র রাহগীর আলমাহি সাদ সংসদ সদস্য হিসেবে রয়েছেন। একই আসনে আওয়ামী লীগের মনোনীত মহানগরের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল দলীয় প্রতীকে নির্বাচন করবেন।
রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে জাপার মনোনয়ন পেয়েছেন আনিছুর রহমান। তিনি জাপার কো-চেয়ারম্যান রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার ছোটভাই।
এই আসনে বর্তমান সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমানের ছেলে রাশেক রহমান নতুন মুখ হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করছেন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য।
রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে নির্বাচন করবেন নূর আলম মিয়া ওরফে যাদু মিয়া। দশম সংসদ নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিপুল ভোটে পরাজিত হন।
একই আসনে নৌকা প্রতীকে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী এবারও নির্বাচন করবেন। তিনি সবশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছিলেন। এর আগে তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ছিলেন।
উল্লেখ্য, রংপুর ৬টি আসনে মোট ভোটার ২৪ লাখ ৩২ হাজার ৫০৪ জন। এর মধ্যে নারী ১২ লাখ ২০ হাজার ৪৩৯ ও পুরুষ ১২ লাখ ১২ হাজার ৪১ জন।
যাযাদি/ এস