শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

নেত্রকোনায় মহিলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের বিতর্ক

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
  ২৯ নভেম্বর ২০২৩, ২১:৩৮
নেত্রকোনায় মহিলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের বিতর্ক

নেত্রকোনা জেলা মহিলা পরিষদের উদ্যোগে বুধবার ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন, সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করুন’ এইা স্লোগানকে সামনে রেখে জেলা শহরের ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

জেলা মহিলা পরিষদের সহ-সভাপতি সাফিয়া লায়েসের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন জেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদক তাহেজা বেগম। আলোচক হিসেবে বক্তব্য রাখেন চন্দ্রনাথ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন, জেলা শাখার উপদেষ্টা অধ্যাপক নেলী বড়ুয়া, অধ্যাপক হারাধন সাহা, সহকারি অধ্যাপক ভজন চন্দ্র সরকার, প্রভাষক ফামিদা রহমান, আন্দোলন সম্পাদক সৈয়দা শামছুন্নাহার বিউটি, প্রশিক্ষণ সম্পাদক ফাহমিদা সুলতানা তোতা, সদস্য শাম্মি খান প্রমুখ। বিতর্ক প্রতিযোগিতায় ১০ জন শিক্ষাথী দুই দলে পক্ষে ও বিপক্ষে প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে