শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

কাঠের ৭৮টি মশাল উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
  ০৫ ডিসেম্বর ২০২৩, ১১:০৯
কাঠের ৭৮টি মশাল উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জের মির্জাপুর গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়ি সংলগ্ন রাধা গোবিন্দ মন্দিরের পাশ থেকে ৭৮টি কাঠের মশাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে মশাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজামান।

পুলিশ ও গোপন সূত্রে জানা যায়, গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়ি সংলগ্ন রাধা গোবিন্দ মন্দিরের প্রবেশে রাস্তায় ফাঁকা জায়গায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর নেতৃত্বে রাতে মশাল মিছিলের প্রস্তুতি ছিলো। পরবর্তীতে মন্দিরের পাশে মশাল রাখার বিষয়টি দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ জানতে পেরে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি মোহাম্মদ শাহজামান জানান, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন বিএনপির ডাকা অবরোধের সমর্থনে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টিসহ জনগণের জানমালের ক্ষতি বা নাশকতার পরিকল্পনা করছে কয়েকজন। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায় তারা।

তিনি আরও জানান, এ ঘটনায় পরে সেখানে কাঠের তৈরি ৭৮টি মশাল উদ্ধার করা হয়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে