নারায়ণগঞ্জের আড়াইহাজারে রেহানউদ্দীন (৪০) এবং ফয়সাল (২৬) নামে দুই শির্ষ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশে। গ্রেফতার রেহানউদ্দীন উপজেলার ফতেপুর ইউনিয়নের বগাদী এলাকার ইউছুফের ছেলে এবং ফয়সাল একই গ্রামের আলী হোসেনের ছেলে।
আড়াইহাজার থানার এসআই নাহিদ মাসুম জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর মাধবদী এলাকার একটি স্থানে অভিযান চালালে পুলিশ দেখে দৌড় দেন রেহানউদ্দীন। ওই সময় দেয়ালের সাথে ধাক্কা লেগে ডাকাত রেহানউদ্দীন গুরুতর আহত হন। অপর দিকে ফয়সালকে গ্রেফতার করা হয় সোনারগায়ের একটি এলাকা থেকে। এরপর আহত রেহানউদ্দীনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তার অবস্থা গুরুতর বিধায় কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করেন।
আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিৎ করে বরেন, এরা দুজনেই তালিকাভুক্ত ডাকাত।
যাযাদি/ এস